ফের একবার ডাকাতির ছক বানচাল। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করলো প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের নাম ফ্রান্সিস ক্রিসপোটা, অভিষেক ওঁরাও, গৌতম মাহাতো, অমিত সিং ও সুরেশ খাতি।
জানা গিয়েছে, প্রধান নগর থানার অন্তর্গত দাগাপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতির ছক কষছিল ৫ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঐ ৫ জনকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ২ রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র ও চারটি খুকরি। এছাড়াও তাদের থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করে প্রধান নগর পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত জারি।