আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক শ্রমিকের। গুরুতর আহত আরও ১। মালদার পুখুরিয়া থানার অন্তর্গত চৌদুয়ার গ্রামের বাসিন্দা, রফিকুল শেখ গত শনিবার কাজের সূত্রে মিজোরামে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল। আর সেখানেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ঠিক পাশের গ্রাম, লক্ষ্মী ঘাটের আর এক শ্রমিক, মাসিদুর রহমান গুরুতর আহত। বর্তমানে মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত গত ছ’মাস আগে এই মিজোরামে দুর্ঘটনায় মালদার চৌদুয়ার গ্রামের ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল। ফের শ্রমিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।