লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুশিয়ারি বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁর, একই সাথে জয়পুর থানার ওসিকে জব্দ করার হুঁশিয়ারি
-----------------------*----------------
লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একই সঙ্গে তিনি জয়পুর থানার ওসিকে জব্দ করার হুশিয়ারিও দিয়েছেন তিনি। আজ সকালে বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া ব্রাহ্মণপাড়ায় প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য ও হুশিয়ারি দেন সৌমিত্র খাঁ।
বেশ কয়েকমাস আগে বাঁকুড়ার সোনামুখী ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে সোনামুখী থানার আইসি কে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ফের লোকসভা নির্বাচনের মুখে পুলিশকে হুশিয়ারি দিতে শোনা গেল সৌমিত্র খাঁকে। এদিন বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া গ্রামের ব্রাহ্মণপাড়ায় প্রচারে গেলে দলীয় কর্মীরা তাঁকে জয়পুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানায়। এরপরই সৌমিত্র খাঁকে বলতে শোনা যায় জয়পুর থানার ওসি রাম পালকে জব্দ করতে আমার দু মিনিট সময় লাগবে। অপর একটি জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় সৌমিত্র খাঁকে বলতে শোনা যায় লোকসভা নির্বাচনের পর সমস্ত গ্রাম পঞ্চায়েত দখল করে নেব। পরে এই দুই বক্তব্যের সমর্থনে পরে সৌমিত্র খাঁ বলেন, জয়পুর থানার ওসি রাম পাল গত পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি। নিজে দাঁড়িয়ে থেকে বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়েছে। তাঁকে অবিলম্বে সরাতে হবে নাহলে নির্বাচন ঘোষণার পর তাঁর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েত দখল প্রসঙ্গে সৌমিত্র খাঁর যুক্তি তৃনমূল এমন অত্যাচার করেছে যে লোকসভার পরে তৃনমূলের পঞ্চায়েত সদস্যরা হয় দল ছেড়ে বিজেপিতে চলে আসবেন। নাহলে দল ছেড়ে পালিয়ে যাবে।