ফের মোবাইল গেমের বলি পলিটেকনিক কলেজ পড়ুয়া

ফের মোবাইল গেমের বলি পলিটেকনিক কলেজ পড়ুয়া। মোবাইল গেম ও নেশায় আসক্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবকের নাম অর্জুন বর্মন। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি গোডাউন মোড় বটতলা এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য।

  পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক কোচবিহার পলিটেকনিক কলেজে পাঠরত ছিল। সর্বক্ষণ মোবাইল গেম ও নেশায় আসক্তির পরিমাণ দিনকে দিন বাড়তে থাকায় তার পরিণাম হল ভয়ঙ্কর! রবিবার পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করার পর মাঝ রাতে হঠাৎ রান্নাঘরের জানালায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ঐ যুবক। এরপর দ্রুত পরিবারের সদস্যরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে তার দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে মোবাইল গেমের জেরেই এই আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে, তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।