হাত বদলের আগেই মাদক সহ পুলিশের হাতে ধরা পড়লো চার মাদক পাচারকারী। ঘটনার জেরে বাগডোগরা থানা সংলগ্ন এলাকার এশিয়ান হাইওয়ের কাছে ভর সন্ধ্যাবেলা চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এদিন বাইকে করে বিধাননগর থেকে চোপড়ার রাজেশ সিংহ এবং দীপেন সিংহের কাছে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার হস্তান্তর করার পরিকল্পনায় ছিল জহির উদ্দিন এবং মোঃ মঞ্জুর আলম নামে ২ পাচারকারীর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ কাছে হাতেনাতে ধরে ফেলে চার মাদক পাচারকারীকে। তাদের হেফাজত থেকে ব্রাউন সুগার সমেত একটি বাইক এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের যুক্ত থাকায়, পুলিশ চার যুবককেই গ্রেফতার করে বাগডোগরা থানায় নিয়ে এসেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।