ফের শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা

ফের শিলিগুড়ি পুরনিগমের তরফে ভাঙা হল অবৈধ নির্মান।মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোডে কালিকা অ্যাপার্টমেন্টে ভাঙা হল অবৈধ নির্মান। অভিযোগ, শিলিগুড়ি পুরসভার অনুমতি ছাড়াই সেখানে ব্যালকনি, গার্ড রুম এবং পার্কিং এরিয়াকে গোডাউন করা হয়েছিল। শিলিগুড়ি পুরসভায় অবৈধ নির্মানের অভিযোগ আসতেই উদ্যোগী হয় শিলিগুড়ি পুরসভার তরফে  কালিকা অ্যাপার্টমেন্টকে নোটিশ পাঠানো  হলেও তারা অবৈধ নির্মাণ না ভাঙায় আসরে নামে পুরসভার কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।