বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় অবস্থিত একটি ছোট গ্রাম পানিঝোরা। সাতটি আদিবাসী সম্প্রদায়ের বসবাস এই গ্রামে। মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেমের পর পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলার পানিঝোরায় তৈরি হল ধরা গতের বাইরে একেবারেই ‘অন্যরকম’ একটি গ্রাম। নাম তার ‘বইগ্রাম’, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পানিঝোরা গ্রাম আজ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো ‘বইগ্রাম’ হিসেবে।
এলাকার ছোট থেকে বড় সকলেরই বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে ও গ্রামের প্রতিটি মানুষকে শিক্ষিত করে তুলতেই ‘বইগ্রাম’ তৈরির অভিনব যৌথ পরিকল্পনা গ্রহণ করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও ‘আপনকথা’ সংস্থা। শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই গ্রামটি। গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি দেখা মিলবে গ্রন্থাগারের। শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক আর. বিমলা।