কারো বেতন বাকি তিন মাস, কারও বা তারও বেশি সময় ধরে। শীঘ্রই বকেয়া বেতন প্রদানের দাবিতে মঙ্গলবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে অনির্দিষ্ট কালের জন্য গেট মিটিংয়ে সামিল হলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের কয়েকশো শ্রমিক।
এদিন শ্রমিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাতালি অঞ্চল সভাপতি কৈলাস বিশ্বকর্মা সহ বাগানের অন্যান্য নেতৃত্বরা। শীঘ্র বেতন না মিললে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি তাদের।