বক্সায় ছাড়া হল চিতল হরিণ

বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের শুক্রবার ২৯টি চিতল হরিণ ছাড়া হ'ল বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া জঙ্গলে।   এই হরিণ গুলিকে বেথুয়াডহরী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিয়ান থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি পারভিন কাসওয়ান