তৃণমূল-কংগ্রেসের জেলা কার্যালয়ে দলের দুই সাধারণ সম্পাদকের মধ্যে বচসার জেরে হাতাহাতি। কানের পাশে ঠাটিয়ে চড় খেলেন দলের এক সাধারণ সম্পাদক। অভ্যন্তরীণ দলীয় কোন্দল ঘিরে শুরু হয়েছে তরজা।
প্রসঙ্গত, অনুপ চক্রবর্ত্তী ও ভাস্কর মজুমদার দু’জনেই তৃণমূল-কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কমিটির সাধারণ সম্পাদক। এছাড়াও তাঁদের আরও এক পরিচয়, ২ জনই স্কুল শিক্ষক। ২১ শে জুলাই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হওয়া দলের সদস্যদের কলকাতাগামী বাসে বিদায় জানানোকে কেন্দ্র করেই ঘনীভূত হয় মতবিরোধ। ভাস্কর বাবু জানান, ওই সময় স্কুল বাদ দিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। সে সময় শিক্ষক হয়েও আদতে কে স্কুলে যান না, এই নিয়ে এ দিন একে অপরকে প্রাথমিকভাবে দোষারোপ করতে শুরু করলে ক্রমশ বড় আকার ধারণ করতে শুরু করে বচসা। একজন বলছেন, “তুই স্কুলে যাস না”, অপরজনও পাল্টা বলছেন, “তুই স্কুলে যাস না”। এই মুহূর্তের বচসাই পৌঁছোয় হাতাহাতির পর্যায়ে।
ঠিক এই সময় ভাস্কর মজুমদারকে কানের পাশে ঠাটিয়ে চড় মারেন অনুপ চক্রবর্ত্তী বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে যান সৌরভ চক্রবর্ত্তী নামে অপর এক দলীয় সদস্য। ঘটনায় সাংবাদিকদের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভাস্কর মজুমদারকে। যদিও চড় মারার অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছেন অনুপ বাবু। যেখানে দুই সাধারণ সম্পাদক দলের দুই গোষ্ঠীর তত্ত্বাবধানে রয়েছেন, সেখানে দলের জেলা কার্যালয়ে দুই নেতার এমন আচরণে দলের অভ্যন্তরে শুরু হয়েছে গুঞ্জন।