বড় ভাইকে কুড়ুলের আঘাত, মায়ের সাক্ষ্যে ৭ বছরের কারাদণ্ড

মোবাইল নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলার জেরে বড় ভাইকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ। শেষে মায়ের সাক্ষ্যে সাত বছরের কারাদণ্ড ছোটো ভাইয়ের। 

  ২০২৩  সালের ১৩ জুলাইয়ের মথুরা আওট ডিভিশনের রামচরন লাইন এলাকার ঘটনা।অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্ত শ্যাম ওঁরাওকে গ্রেপ্তার করে। তারপর থেকে জেলেই ছিল অভিযুক্ত। বিচার প্রক্রিয়া চলাকালীন সাত জন সাক্ষ্য দেন। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। আলিপুরদুয়ার আদালতের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অনামিত্রা ভট্টাচার্য  শ্যাম ওঁরাওকে ৭ বছর কারাদণ্ড সহ ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন, এদিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান সরকারি আইনজীবী নম্রতা পাট্টাদার ।

 সরকারি আইনজীবী সূত্রে আর‌ও জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা নাগাদ মোবাইল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা বাঁধে। এরপর হঠাৎ ছোটো ভাই কুড়ুল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। পাল্টা প্রতিরোধ না করে বাম হাত দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে মাথায় জল দেওয়ার চেষ্টা করে বড় ভাই। সেই সুযোগে বাম হাতে ফের কুড়ুল দিয়ে আঘাত করে ছোট ভাই। এতে বাম হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে বড় ভাইয়ের। তারপর থেকে সেই হাত এখন অকেজো। রক্তাক্ত বড় ছেলেকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর ছোটো ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা কামিলা ওঁরাও। ঘটনায় এলাকায় শোরগোল তৈরি হয়।

  অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিচার চলাকালীন অভিযুক্তের মা, দাদা, প্রতিবেশী সহ মোট সাত জন  সাক্ষ্য দেন। তার মধ্যে মেডিক্যাল রিপোর্ট গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছিল বলে আইনজীবী জানান।