বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১৭ বছর বয়সী এক কিশোরের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত কিশোরের নাম জিৎ দাস। একটি গ্যারেজে কাজ করত সে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার জিৎকে ডেকে নিয়ে যায়। গাজলডোবা সংলগ্ন একটি জলাশয়ে স্নান করতে নেমে ডুবে যায়। এরপর স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত কিশোরের মা পার্বতী দাস বলেন, “আমি কাজে গিয়েছিলাম। বাড়িতে ছিলাম না। সে সময় অর্থাৎ বেলা ১১ টা নাগাদ বাপ্পা ও আনন্দ নামে ২ জন এসে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর বেলা ৩ টে নাগাদ ফোন মারফত খবর আসে ছেলে গজলডোবার জলে ডুবে গেছে আমার ছেলে জিৎ। সেখান থেকেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর পাঠানো হয়।”
এদিকে জলে ডুবে এই কিশোর মৃত্যুর ঘটনায় রয়েছে বেশ কিছু ধোঁয়াশা, মৃত জিতের দাদার কথার পরিপ্রেক্ষিতেও সে জট কাটেনি। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ।