এক ব্যক্তিকে খুনের অভিযোগ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। বুধবার রাতের ঘটনা। মৃত ব্যক্তির নাম সুদীপ সূত্রধর (৩৮)। শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নং ওয়ার্ডের নিরঞ্জন পল্লীর বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, বুধবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় বন্ধুদের সাথে ছিলেন সুদীপ। কিছু সময় পর নিরঞ্জন পল্লীর বাড়িতে হঠাৎই পুলিশ মারফত তার মৃত্যু সংবাদ আসে। এরপর পুলিশি তৎপরতায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি ঘটনাস্থলে অর্থাৎ ইস্টার্ন বাইপাস এলাকায় পৌঁছে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা 'মৃত' বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। এর প্রমাণ হিসেবে জানান, ইস্টার্ন বাইপাস এলাকার এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সুস্থ অবস্থায় বন্ধুদের সাথে কথা বলছিলেন সুদীপ। কোন বিষয়ে বচসা বাঁধলে বাকি বন্ধুরা মিলে তাকে মারধর শুরু করে এবং শেষে তাকে ফেলে রেখে পালিয়ে যায় বাকিরা।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনার তদন্তের স্বার্থে মৃত সুদীপের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ, এমনটাই জানালেন ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। গোটা বিষয়ের তদন্ত করে দোষীদের শাস্তির দাবি পরিবারের।