বন দফতরের জমি উদ্ধারের কাজ শুরু

বন দফতরের জমি উদ্ধারের কাজ শুরু করলেন বনকর্মীরা। শিলিগুড়ি নেপালি বস্তি ফাঁড়াবাড়ি সংলগ্ন এলাকায় বনদপ্তরের জমিতে অবৈধভাবে কবজা করে সেখানে চা বাগান করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলার পর অবশেষে বুধবার আদালতের নির্দেশে জমি খালি করার কাজে নামলেন বনকর্মীরা।

  এ বিষয়ে এদিন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান, সংশ্লিষ্ট এলাকায় ০.৯৬ হেক্টর জমি খালি করা হবে।