বন দফতরের পাতা খাঁচায় অবশেষে বন্দী হল লেপার্ড। কিছুটা হলেও আতঙ্কমুক্ত হলো ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানের শ্রমিকরা। সোমবার ভোর পাঁচটা নাগাদ নিউ গার্ডেনের ৬ নং সেকশনে শ্রমিকরা লেপার্ডের গর্জন শুনতে পেয়ে খাঁচার সামনে সাহস করে যেতেই খাঁচা বন্দী লেপার্ড নজরে আসে। এরপর খবর দেওয়া বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পাওয়া মাত্র বনকর্মীরা এসে লেপার্ডটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই স্বাস্থ্য পরীক্ষার পর আবার সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে বনকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কয়েকদিন ধরেই বানারহাটের বিভিন্ন চা বাগানে লেপার্ডের আনাগোনা বেড়েছে। ইতিমধ্যেই লেপার্ডের হামলায় জখম হয়েছে তিন জন চা শ্রমিক, যাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে চা শ্রমিকদের মধ্যে। মোরাঘাট চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহন চক্রবর্তী জানান, লেপার্ডের জন্যে খাঁচা পাতার আবেদন করা হলে শনিবার খাঁচা পাতা হয় আর আজ খাঁচা বন্দী হয় লেপার্ডটি।