বন মহোৎসব উপলক্ষ্যে চারাগাছ বিলি

 

গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব। এই উপলক্ষে মঙ্গলবার নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরের উদ্যোগে নকশালবাড়ি বাস স্ট্যান্ড ও বাবুপাড়ায় চারাগাছ বিতরণ করা হল।

  এদিন পথচারী থেকে টোটো চালক, বাস চালকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির  চারাগাছ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এ বিষয়ে প্রধান শিক্ষক সুজিত দাস জানান, প্রকৃতি সংরক্ষণ ও আগের অবস্থায় প্রকৃতিকে ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ। আগামী ২১‌শে জুলাই পর্যন্ত ৫০০০ চারাগাছ বিতরণ করা হবে।