বরাদ্দ নিয়ে উদয়নের মন্তব্য ঘিরে কটাক্ষ শংকর ঘোষের

"উনি তাঁর সর্বনিম্ন সীমা অতিক্রম করেছেন। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে তা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন একজন মন্ত্রী হিসেবে এই কথা কি তিনি বলতে পারেন?" শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় উন্নয়ন মন্ত্রীকে আক্রমণ করলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ।  

 প্রসঙ্গত, ভোটের ফলাফল প্রকাশ হবার পর এক জনসভায় বক্তব্য রাখার সময় মন্ত্রী উদয়ন গুহ বলেন, "মাথাভাঙ্গা ১ নং ব্লকের জন্য চার কোটি টাকা এবং মাথাভাঙ্গা ২ নং ব্লকের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছি। আমি দিনহাটা শহর ও কোচবিহার শহরের জন্য এক টাকাও বরাদ্দ করিনি।" এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

  তাঁর অভিযোগ, তৃণমূল-কংগ্রেস এত দিন বিরোধীদের লুটবার জন্য রাজনৈতিক সন্ত্রাস গোটা পশ্চিমবঙ্গে চালিয়ে এসেছে। এবার লোকসভা নির্বাচনে শহরাঞ্চলের তৃণমূল-কংগ্রেস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভরাডুবির পর অর্থনৈতিক সন্ত্রাসে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার একজন সদস্য উদয়ন গুহ যে শপথ নিয়েছেন, তা অস্বীকার করে ভোটের ফলাফলের ভিত্তিতে কাদের বরাদ্দ দেওয়া হবে এবং তাদের বরাদ্দ দেওয়া হবে না বলে প্রকাশ্যে জানাচ্ছেন। 

  এছাড়াও উদয়ন গুহর ওপরে অভিযোগ তুলে বিধায়ক বলেন,  শুধু উত্তরবঙ্গ নয় গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রকল্প চলে। যেমন ন্যাশনাল আরবান হেলথ মিশন, স্বচ্ছ ভারত মিশন, আমরুথ মিশন সহ একাধিক প্রকল্পের সুবিধা শহর অঞ্চলের মানুষ তারা পান। উদয়ন বাবু এটা পরিষ্কার করলেন যে, ভোটের ফলাফলের ভিত্তিতে কাউকে কাউকে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং কাউকে কাউকে বরাদ্দ দেওয়া হচ্ছে না। উদয়ন বাবুর এই মন্তব্য কি মুখ্যমন্ত্রী স্বীকার করবেন বলে প্রশ্ন তোলেন তিনি।