বর্ষায় এলাকা পরিদর্শনে কৃষি ও সেচ দপ্তর আধিকারিক

সামান্য বৃষ্টিতেই হাঁটু জল। বর্ষা শুরু হতেই এই জল যন্ত্রণায় ভুগতে হয় আলিপুরদুয়ার শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকা গুলোতে। এ নিয়ে গত সোমবার কাজের গতি আনতে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  এর পরেই নিজের নির্বাচনী কেন্দ্রে জল যন্ত্রণার ক্ষোভ প্রশমিত করতে জেলা সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান জেলা পরিষদের কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ অনুপ দাস। জানান, সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইজ্ঞিনিয়ারকে সঙ্গে নিয়ে শহর লাগোয়া ওই গ্রামাঞ্চল এলাকা পরিদর্শন করা হয়েছে। এলাকার বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য সুইচ গেট নির্মাণ ও সেচের জন্য পাম্প লাগানো হবে।