উত্তর মালদা লোকসভায় বহিরাগত প্রার্থীর ইস্যুকে হাতিয়ার বিজেপির, নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ জেলা বিজেপি সভাপতির, যে তৃণমূল নেতা বারবার বিজেপিকে হুমকি দিচ্ছিল সেই ঘরে ঢুকে গেছে। 'বহিরাগত' প্রার্থী হায়ার করে এনেছে কটাক্ষ উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্তের। পাল্টা বিজেপিকে ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করা নিয়ে আক্রমণ জেলা তৃণমূল সভাপতির। উত্তর মালদায় ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ। নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি। বহিরাগত প্রার্থী নিয়েও তোপ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিজেপির নির্বাচনি কার্যালয় উদ্বোধনে আসেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। সেখানেই কর্মী সভা থেকে নাম না করে তীব্র আক্রমণ করেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সীকে। তিনি বলেন সাম্প্রতিক কালে তৃণমূলের একজন নেতা বিভিন্ন এলাকায় মঞ্চ থেকে বারবার বিজেপিকে প্রকাশ্য হুমকি দিচ্ছিল। হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিল। কিন্তু এখন তিনি ঘরে ঢুকে গেছেন। বিজেপির খগেন মুর্মুর বিরুদ্ধে লড়াই করার জন্য জেলায় প্রার্থী খুঁজে পায়নি তৃণমূল। তিনি টিকিট পাওয়ার আশায় এসব বলছিলেন। তাকেও টিকিট দেয়নি দল। কলকাতা থেকে প্রার্থী হায়ার করে আনতে হয়েছে। সাথে তিনি কর্মীদের আহ্বান করেন ভূমিপুত্রকে ভোট দিতে। বহিরাগত প্রার্থীকে প্রত্যাখ্যান করতে। প্রসঙ্গত জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ইদানিং বিভিন্ন সভা থেকে বিজেপি নেতাদের ঘেরাও করার নিদান দিয়ে ছিলেন। এলাকায় গেলে বেঁধে রাখার নিদান দিয়ে ছিলেন। কাজেই উজ্জ্বল বাবুর তীর যে বক্সির দিকে তা বলাই বাহুল্য। তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকেও 'বহিরাগত' বলে বিতর্ক উসকে দিয়েছেন। যদিও পাল্টা জেলা তৃণমূল সভাপতির দাবি মালদার দুটি আসনে জিতবে তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকা বন্ধ নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি।