রায়ডাক ও গলাধর নদীর ওপর বাঁধ নির্মাণ ও সংস্কারের দাবিতে কুমারগ্রাম বিধায়ক মনোজ ওঁরাও-এর নেতৃত্বে আলিপুরদুয়ার সেচ দপ্তরে স্মারকলিপি প্রদান করল আলিপুরদুয়ার জেলা বিজেপি।
মঙ্গলবার দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ার সেচ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কুমারগ্রাম বিধানসভার দলীয় নেতা-কর্মীরা। জানা গিয়েছে, বর্ষার শুরুতেই জেলার বিস্তীর্ণ এলাকার নদীতে ভাঙনের জেরে বিপর্যস্ত হন এলাকাবাসী। একই রকম সমস্যা রয়েছে কুমারগ্রাম বিধানসভার গলাধর নদী এবং রায়ডাক-২ নদী এলাকায়। বর্ষা শুরু হতেই এই দুই নদীর বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে প্রবল ভাঙন। বৃষ্টিপাত আরও বাড়লে যে কোন সময়ে ধসে যেতে পারে পাথরের তৈরি ওই বাঁধ। ফলে প্লাবনের আশঙ্কা করছেন এলাকার কয়েকশো গ্রামবাসী। সেই ঘটনায় দ্রুত ওই নদী দুটির বাঁধ নির্মাণ এবং সংস্কারের দাবি জানাচ্ছেন তারা।