বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যেই সীমান্ত দিয়ে দেশে ফিরল

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়ে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। ভারতের পাশাপাশি নেপাল ভুটান ও মালদ্বীপের পড়ুয়ারা রয়েছে। অবশেষে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের উদ্যোগে রবিবার কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৪০০ বেশি পড়ুয়া ভারতে প্রবেশ করে, যাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়। মেখলিগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত কাজকর্ম যাতে দ্রুত হয়, সেই ব্যবস্থা করা হয়। বাস পরিবহনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

   ছাত্র  আন্দোলন শুরু হবার পরে বাংলাদেশে থাকা ভারতীয়দের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের রংপুরের  কমিউনিটি মেডিকেল কলেজ এবং প্রাইম মেডিকেল কলেজ রংপুর থেকে সকালে  চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আসে পড়ুয়ারা। তারা জানায়, কলেজের ভেতরে থাকলেও বাইরের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হওয়ায় তারা ভয়ে ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এমনকি পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলেন না তারা। তবে দেশে ফিরতে পেরে স্বস্তি বোধ করছেন।