বাড়ির কুয়ো থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দাগাপুরের পঞ্চানন কলোনি এলাকায়। মৃত ওই মহিলার নাম লক্ষ্মী বারাইক (৪০)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন ধরে ঐ মহিলা বাড়িতে একাই ছিলেন। তার মেয়ে অনিশা বারাইক দাগাপুরের এক রিসোর্টে কাজের সূত্রে সেখানেই থাকে। মাঝে-মধ্যে বাড়িতে আসে। এবং গত বুধবারও বাড়িতে আসে। মৃতার ছেলে অনিশ- ও গত তিনদিন ধরে বন্ধুর বাড়িতে ছিল বলে জানা গিয়েছে। এ অবস্থায় লক্ষ্মী দেবী কবে বাড়ির কুয়োয় পড়ে গিয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, সোমবার কুয়ো থেকে জল আনতে বাড়িতে ঢোকে।
প্রসঙ্গত, লক্ষ্মীও দিনমজুরির কাজ করতেন বলে জানা গিয়েছে। ছেলে অনিশ জানান, সেদিন সকালে সে তার বন্ধুর বাড়ি থেকে ফেরে। যদিও ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পায়। এরপর দরজা ধাক্কা দিলেও কেউ দরজা না খোলায় বাড়ির পেছন দিয়ে সে ভেতরে ঢোকে। এরপর ঘর পরিষ্কারের জন্য জল নিতে কুয়োর দিকে যেতেই দেখে, ভেতরে তার মা পড়ে রয়েছে। এরপরে সে প্রতিবেশীদের খবর দেয়। ছুটে আসে দমকল ও প্রধান নগর থানার পুলিশ। এরপর মৃতদেহ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।