বানজারা বেশে চুরির পর্দা‌ ফাঁস, ধৃত ১

ভিক্ষাবৃত্তির আড়ালে চুরি চক্রের পর্দা‌ ফাঁস। অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেফতার করল ভক্তি নগর থানার পুলিশ।

  জানা‌ গিয়েছে, শহরে বানজারা ভিক্ষুকের বেশে বহুদিন‌ ধরে অর্থ উপার্জন করে এসেছে ধৃত ওই মহিলা। আর তা করতে গিয়েই সুযোগ বুঝে দীর্ঘদিন একের‌ পর এক‌ চুরি। ধৃত ঐ মহিলার নাম বাবুনি বেদ। সে পশ্চিম বর্ধমান এলাকার বাসিন্দা।

  ভক্তি নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০শে জুন দুপুরে ইস্কন রোড সংলগ্ন দু' নম্বর জ্যোতিনগর এলাকার এক বাড়িতে একাই ছিলেন এক মহিলা। দুপুরে হঠাৎই দেখতে পান, তার আলমারি ভাঙ্গা রয়েছে। চুরি গিয়েছে সমস্ত সোনার‌ সামগ্রী। এরপর গত পয়লা জুলাই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ সহ গোপন সূত্র মারফত খবর‌ পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ বাবুনিকে ইসকন রোড এলাকা থেকেই প্রথমে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার হয়।

  পুলিশ সূত্রে‌ আর‌ও খবর, ভিক্ষার আড়ালে বানজারাদের এই চক্র শহরে একাধিক চুরির ঘটনা ঘটাচ্ছে। ধৃত ওই মহিলার দলে আর‌ও কে বা কারা রয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ওই মহিলাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।