বাল্য বিবাহ এবং শিশু নির্যাতনের প্রতিরোধে সচেতনতামূলক শিবির

বাল্য বিবাহ এবং শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। নাটকের মাধ্যমে জলপাইগুড়ি শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। আর এই কাজে এগিয়ে এসেছে জলপাইগুড়ি শহরের মুক্তাঙ্গন নাট্য গোষ্ঠী।

জানা গিয়েছে, ইউনিসেফ এবং জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের বাল্য বিবাহ এবং শিশু নির্যাতন নিয়ে সচেতন করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। বাল্য বিবাহ করলে কি হতে পারে ও সেই সমস্ত বিষয় নাটকের মাধ্যমে ছাত্রীদের কাছে তুলে ধরা হয়।


সুনীতি বালা সদর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্না দাস জানান ছাত্রীদের এই দুটি বিষয়ে সচেতন করার উদ্দেশ্য নিয়েই নাটক পরিবেশন করা হয়েছে। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের মধ্যে এই প্রচার,করা হয়েছে। সেই সাথে এই ধরনের কোন ঘটনা,ঘটলে তাঁরা কি করনিয়, কোথায় কোন নম্বরে যোগাযোগ করবে সমস্তটাই এদিন জানান হয়েছে।