দিনহাটা-গিতালদহ পঞ্চধব্জি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্যালেট বন্দুকের আঘাতে গুরুতর আহত এক পাচারকারী।
বিএসএফ ৯০ নম্বর ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ২০-৩০ জনের ভারতীয় একটি পাচারকারী দল ৩০ টি গরু গিতালদহ পঞ্চধব্জি ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করবার চেষ্টা করছিল। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারী দলটিকে গরু পাচারে বাধা দিলে পাল্টা পাচারকারী দলটির সদস্যরা বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় এবং গরু পাচারের চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে প্যালেট বন্দুক দিয়ে গুলি চালায়। সেই প্যালেট বন্দুকের আঘাতে ভারতীয় এক পাচারকারী গুরুতর আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।
বিএসএফ এর তরফে আরও জানানো হয়েছে, গুরুতর আহত পাচারকারীর নাম সূর্যজিৎ বর্মন (৩০), তার বাড়ি গিতালদহ দক্ষিণ খারিজা গ্রামের পরমানন্দ এলাকায়। এরপর বিএসএফ জওয়ানরা গুরুতর আহত অবস্থায় সূর্যজিৎকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য।