দিনহাটা পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়ায় ২৩৯ নম্বর বুথ এলাকায় ২টি তাজা বোমা উদ্ধার। শনিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। বিজেপির পোলিং এজেন্ট ফণি বর্মনের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা দুটি।
শনিবার সাত সকালে ঘুম থেকে ওঠার পর ফনি বাবুর বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পান। পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী আর এক ঝোপে অপর একটি বোমা তার প্রতিবেশীর নজরে পড়ে। ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। ফনি বাবুর ছেলে বিরাজ বর্মন ৭/২৩৯ নং বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বিজেপির অভিযোগ তৃণমূল বোমা রেখে গেছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের।