বিজেপি পরিচালিত নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানের ঘরে তালা ঝোলানোর অভিযোগ উঠল তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্ব।
গত পঞ্চায়েত নির্বাচনে নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১৭ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়লাভ করে বিজেপি ও ৬ টি আসন পায় তৃণমূল-কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য সংখ্যা ১০ ও তৃণমূলের ৭। তবে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান বাবলি মন্ডল অধিকারীর অভিযোগ, লোকসভা নির্বাচনে জয়লাভ করার পরই তৃণমূল-কংগ্রেসের লোকেরা পঞ্চায়েত অফিসে গিয়ে তাঁকে হেনস্থা করেছে। তাই তিনি গতকাল পঞ্চায়েত অফিসে যাননি। আজ সেই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করে নাটাবাড়ি ১ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, "সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পরিষেবা পাচ্ছেন না। তবে তৃণমূলের পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কাজ করছিলেন, তাই মানুষ তালা মেরে দিয়েছে।"