হুগলি জেলা চুঁচুড়া পিপিল পাতি মোড়ে বিজেপি ক্যান্ডিডেট লকেট চ্যাটার্জী দেয়াল লিখন শুরু করলেন আজ থেকে। নির্বাচন ঘোষণার আগেই বিজেপি ময়দানে নেবে প্রচার শুরু করল। এদিন তিনি সাংবাদিকদের বলেন, পুরনো এলাকা কোনও অসুবিধে নেই। ব্যাপক সাড়া পাচ্ছি।