জলপাইগুড়ির পশ্চিম বেরুবাড়ি থেকে শুরু করে বেলাকোবা পর্যন্ত জলপাইগুড়ি সদর ব্লক। ব্লকে মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে সাড়ে তিন লক্ষের বেশি মানুষের বসবাস। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা বিডিও অফিসে এসে থাকেন। আবার আশা কর্মী, স্বাস্থ্য কর্মী মহিলারাও তাদের সরকারি কাজে দপ্তরে আসেন। অনেক ক্ষেত্রে বাড়িতে প্রয়োজনীয় দেখভালের অভাবে মহিলারা দপ্তরে নিয়ে আসেন তাদের কোলের সন্তানকেও। আবার কাজ শেষ না হওয়া পর্যন্ত শিশুকে সঙ্গে নিয়েই বসে থাকতে দেখা যায়। এই ঘটনা আশা কর্মীদের ক্ষেত্রেও দেখা গেছে।
সমস্ত কর্মরতা মহিলা তথা মা ও তাদের সন্তানদের কথা চিন্তা করে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক বিডিও অফিসে একটি ক্রেসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, সদর বিডিও মিহির কর্মকার সহ অন্যান্যরা। রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ৯ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা এই ক্রেসে ছোটো শিশুদের জন্য খেলার সামগ্রী ছাড়াও একটি ব্রেস্ট ফিডিং রুম রাখা হয়েছে। এবার থেকে একান্তে থাকবে মা ও শিশু।