বিভীষণদের‌ চিহ্নিত করার নিদান উদয়নের

"বিভীষণ না থাকলে রাবণ পরাজিত হত না। তাই কোচবিহার লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূলের ফল খারাপ হয়েছে, সেখানে বিভীষণদের চিহ্নিত করতে হবে।" কোচবিহার জেলা তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন কোচবিহার রবীন্দ্রভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

  বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিভীষণদের কথা যেমন বলেছেন, তেমনই শহরগুলোতে খারাপ ফলাফলের কারণে চেয়ারম্যানরা দায় এড়াতে পারে না, বলে নাম না করে রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করেছেন। পরে অবশ্য সাংবাদিকদের তিনি বলেন, "বিভীষণদের অবশ্যই চিহ্নিত করতে হবে। পাশাপাশি যেখানে খারাপ ফল হয়েছে সেই এলাকার সবাইকে দায়িত্ব নিতে হবে।"

  উদয়নের মন্তব্যে সায় দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকও। পাশাপাশি অঞ্চল, ব্লক ও জেলা নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। দু' দিন আগেও দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্য সভায় শহর গুলোর জন্য বরাদ্দ না করার কথা বলেন। এবার‌ তাঁর 'বিভীষণ' চিহ্নিত করার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল।