বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রতিশ্রুতি থেকে পিছপা হন অভিযুক্ত। উপায়ন্তর না দেখে এনজেপি থানার দ্বারস্থ হলেন অন্তঃসত্ত্বা মহিলা। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই গ্রেফতার হলেন অভিযুক্ত।
অভিযুক্তের নাম সোমনাথ দাস, বাড়ি শান্তিনগরের আনন্দ পল্লীতে। পেশায় রান্নার ঠাকুর। তার সাথে দীর্ঘদিন ধরে রান্নার কাজে সহকর্মী হিসেবে কাজে যুক্ত ছিলেন ভক্তিনগর শহিদ কলোনি নিবাসি ৪০ বছর বয়সী এক মহিলা, যিনি বিধবা। দীর্ঘদিন কাজের সুবাদেই সহকর্মী সোমনাথ দাসের সঙ্গে তার এক সম্পর্ক গড়ে ওঠে। এরপর অভিযুক্ত ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেন বলে অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা। এরপর বিয়ের প্রসঙ্গ টানলেই টালবাহানা শুরু করেন অভিযুক্ত। গত বৃহস্পতিবার ওই মহিলা অভিযুক্ত সোমনাথ দাসের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।