বিশ্ব চা দিবসে বিশেষ উদ্যোগে ডুয়ার্স টি কনক্লেভ

দেশের অন্যান্য জায়গা বা বিশ্বের বাজারে ডুয়ার্স চায়ের কোনো ব্র্যান্ড নেই। সেখানে কেবল দার্জিলিং এবং আসাম চা নামেই ডুয়ার্সে চা বিক্রি করা হয়। অথচ সারা দেশের মোট চা উৎপাদনের ১৮ শতাংশ চা ডুয়ার্সের চা বাগান গুলি উৎপাদন হয়ে থাকে। এই বিষয়টি এবার  যা কোন ভাবেই মেনে নিতে পারছেন না ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষীরা। যে কারণে জলপাইগুড়ি জেলায় চা শিল্পের ১৫০ পূর্তি উপলক্ষে হতে চলা,"ডুয়ার্স টি কনক্লেভ" নামের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডুয়ার্সের চা কে প্রোমোট করা হবে। মঙ্গলবার বিশ্ব চা দিবস পালনের পাশাপাশি জেলার চা শিল্পের ১৫০ পূর্তি অনুষ্ঠানের লোগোর উদ্বোধনের পর সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয় জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমতির পক্ষ থেকে। সমিতির বক্তব্য আগামী নভেম্বর মাসে তাঁরা ১৫০ পূর্তি অনুষ্ঠান করতে চলেছে জলপাইগুড়িতে। অনুষ্ঠানে দেশ- বিদেশের বায়ারদের আহ্বান করা হচ্ছে। সেখানে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি ডুয়ার্স চায়ের বৈশিষ্ট্য এবং গুণাগুণ তাঁদের সামনে তুলে ধরা হবে।