ইসরাইল গুরুং ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের সহযোগিতায় বীরপাড়া জুবিলি ক্লাব মাঠে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ওপেন ট্রায়াল। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০ জনেরও বেশি খেলোয়াড়েরা এই ট্রায়ালে অংশগ্রহণ করে।
আলিপুরদুয়ার জেলা পুলিশের এসপি রঘুবংশী জানিয়েছেন, বিশ্ব নেশা মুক্ত দিবস উপলক্ষ্যে ইসরাইল গুরুং ফুটবল অ্যাকাডেমির উদ্যোগেই এই ট্রায়ালের আয়োজন। নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিনগুলোতেও এরকম আরও কর্মসূচি করা হবে। এই ট্রায়ালের মাধ্যমে, প্রতিভাবান ছেলে-মেয়েদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করা হচ্ছে, এই ট্রায়ালের মাধ্যমে ডুয়ার্সের ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে।