বিহারে মদ পাচারের ছক বানচাল; উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ মদ

ট্রাকে গোপন চেম্বার বানিয়ে অবৈধভাবে অসম থেকে মদ পাচার চক্রের পর্দাফাঁস করল বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় ট্রাকচালক ও সহকারী ট্রাক চালককে গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশ। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছেন, ধৃতরা হল রিয়াচুল হক, শ্যামসূর হক। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরা থানা অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতে সেই ট্রাকের ভেতরে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ১৭০৪ বোতল মদ।প্রায় ৫০৬.১৬০ লিটার। উদ্ধার হয়েছে ৫৪ কার্টুন মদ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।