বিয়ের এক বছরের মাথায় গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ফাঁসিদেওয়ার ছোট নির্মলজোতের ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার গৃহবধূর স্বামী মহম্মদ সমীর।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার চিয়ারুগছের হাফিজা খাতুনকে এক বছর আগে বিয়ে করেন মহম্মদ সমীর। বিয়েতে যৌতুক ও পণ নেওয়ার পর থেকে আরো পণের দাবিতে মারধর ও অত্যাচার করা হতো হাফিজাকে। গোটা ঘটনায় সমীরের পরিবারের প্রতি অভিযোগ ওঠে। ২দিন আগেও বাপেরবাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য চাপ আসে বলে জানা যায়।
শনিবার দুপুরে হাফিজাকে মারধর করে ঝুলন্ত অবস্থায় খুন করার অভিযোগ করেন হাফিজার বাবা মহম্মদ সাইরুল। অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে স্বামী মহম্মদ সমীরকে গ্রেফতার করেছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে মৃতের বাবার গোটা ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি জানান।