সাত সকালে হ্যা মিল্টগঞ্জ বাসরা নদী এলাকায় দাপিয়ে বেড়ালো বুনো হাতি। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ একটি বুনো হাতি বক্সা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। যদিও বুনো হাতিটি পরবর্তীতে জঙ্গলে চলে যায়