বৃদ্ধাকে মারধরের অভিযোগে অভিযুক্তের গ্রেফতারিরদাবিতে পথঅবরোধ

এক বৃদ্ধাকে মারধর করে গায়ের জোরে দোকান দখলের অভিযোগ উঠলো রাহুল রায় নামে এক কর্মচারীর বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতি ও বাসিন্দাদের পথ অবরোধ। অভিযুক্ত রাহুল রায় ও তার পরিবার পলাতক। ঘটনার তদন্তে কোতয়ালী থানার পুলিশ। রবিবার জলপাইগুড়ি শহরের দিন বাজারের ঘটনা। 

  জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের দিন বাজারের ফল ব্যবসায়ী অমল ভৌমিক ১৯৮৬ সাল থেকে এই দোকানে ব্যবসা সামলাচ্ছিলেন। কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়। তারপর থেকে দায়িত্বে ছিলেন তাঁর স্ত্রী ডলি ভৌমিক। দোকানের এক কর্মচারী রাহুল রায় গত কিছু দিন থেকে এই দোকানটি দখল করার চেষ্টা করেন‌ বলে অভিযোগ। ফলে তার বিরুদ্ধে ডলি দেবী কোতয়ালী থানায় একাধিক অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

  রবিবার ডলিদেবী তাঁর দুই মেয়েকে নিয়ে দোকান খুলতে গেলে হঠাৎ করেই রাহুল রায় ও তার পরিবারের সদস্যরা দোকানে এসে তাঁকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে ডলি দেবী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় রায়কত পাড়ার বাসিন্দারা। বৃদ্ধাকে মারধরের প্রতিবাদে পথ অবরোধ করে রাহুল রায় ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি তোলেন তাঁরা। 

  অন্যদিকে, ঘটনার পরে থেকেই রাহুল রায় পরিবার সহ পলাতক। তার বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। কোতয়ালী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।