গতকালের রাতের ঝড় বৃষ্টিতে রাস্তার উপরে ভেঙে পড়েছে গাছ সহ বৈদ্যুতিক খুঁটি । বিচ্ছিন্ন হয়ে রয়েছে রাস্তাঘাট এছাড়াও বিদ্যুৎ পরিষেবা না মেলায় সমস্যায় পড়েছেন সাহুডাঙ্গি সংলগ্ন ছত্তর পাড়ার বাসিন্দারা।
জানা গিয়েছে, গতকাল রাতে বৃষ্টি সময় রাত প্রায় ১ টা নাগাদ সামান্য হাওয়া হওয়ার ফলে রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি সংলগ্ন ছত্তর পাড়ার এলাকায় একটি গাছ ভেঙে পড়ে। রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির ওপরেই গাছটি পরে যাওয়ার ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত থেকেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। এছাড়া রাস্তাদিয়ে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। খবর দেওয়া হয় বিদ্যুৎ বন্টন কোম্পানির লোকজনকে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।