ফুলবাড়িতে আবারও সাত সকালে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক সহ এক মহিলা। সূত্রের খবর, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী, এবং স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাঁরা। বর্তমানে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে বাইকে করে আসছিলেন তাঁরা এবং ব্যাটেলিয়ন মোড়ের সামনে উল্টোদিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। যার ফলে রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই। এলাকাবাসীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।