বেতন না মেলায় রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন চা শ্রমিকদের

প্রায় দু' মাসেরও বেশি সময় ধরে মিলছে না বেতন, বৃহস্পতিবার সকালে এই অভিযোগকে সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকেরা। তাদের সমর্থনে এগিয়ে আসেন তৃণমূল‌ ও বিজেপি দুই শ্রমিক সংগঠনই। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় হাসিমারা ফাঁড়ির পুলিশ। তবুও পিছুপা হতে নারাজ ছিলেন শ্রমিকরা।

   আন্দোলনের জেরে সড়কের দু'ধারে পরে যায় লম্বা গাড়ির লাইন, সৃষ্টি হয় সাময়িক যানজট। পরে অবশ্য কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে প্রায় দু' ঘন্টারও বেশি সময় পর অবরোধ তোলেন শ্রমিকরা। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হলেও সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি মধু চা বাগানের শ্রমিকদের।