গাছের বেল পাড়াকে কেন্দ্র করে বিবাদ। আর সেই বিবাদের জেরে এক মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গভীর রাতে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারীপাড়া এলাকায়। জানা গেছে, মৃতা মহিলার নাম আনজারা বিবি। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই গাছ থেকে বেল পাড়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। ফোন মারফত আনিকুল শেখ নামে এক ব্যক্তি আরও কয়েকজনকে ডেকে বাঁশ ও লাঠি দিয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার এসডিপিও ফাইজাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।