বেহাল রাস্তা, পানীয় জল পরিষেবা সহ একাধিক দাবিতে স্মারকলিপি

বেহাল রাস্তাঘাট। অপরিচ্ছন্ন নিকাশি নালা, এমন কি পানীয় জল পরিসেবা নিয়েও বিস্তর অভিযোগ খোদ শাসক দলের ওয়ার্ডে। এই বিষয় নিয়ে বর্তমান কাউন্সিলর  মুখ না খুললেও পরিসেবা স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দিল জলপাইগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি।

  এদিন বিকেলে কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সাথে এ নিয়ে পুরসভা চেয়ারম্যানের অনুপস্থিতিতে এক্সিকিউটিভ অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

  বিষয়টি নিয়ে ওয়ার্ডের ওই প্রাক্তন কাউন্সিলর পিনাকী সেনগুপ্ত বলেন, বর্তমান পুরবোর্ড ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই বোর্ড নাগরিক পরিসেবা দিতে যে ব্যর্থ, তা গত আড়াই বছরে প্রমাণিত হয়েছে। ওয়ার্ডের মূল রাস্তা থেকে শুরু করে ছোটো রাস্তা গুলির অবস্থা বেহাল। নিকাশি নালা পরিষ্কার হয় না। অবার গত কয়েক মাস যাবৎ বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন একাধিক সাধারণ মানুষ। সরকারি ঘরের টাকাও পাচ্ছেন না অনেকেই। এই সমস্ত বিষয় নিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয়। পরিষেবা স্বাভাবিক না করা হলে ওয়ার্ডের বাসিন্দারাই এবার পথে নামবেন বলে জানান তিনি।