ব্যবসা বন্ধের প্রত্যাহারের আবেদন জানিয়ে পুরসভা কর্মীদের সাং

ব্যবসা বন্ধের প্রত্যাহারের আবেদন জানিয়ে সাংবাদিক বৈঠক করল কোচবিহার পুরসভার কর্মী ও কর্মচারী সমিতি।বেশ কিছু দাবির ভিত্তিতে আগামী ১৭ই মে ভবানীগঞ্জ বাজার বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার কোচবিহার পুরসভার কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করে বাজার বন্ধের প্রত্যাহারের আবেদন জানালো কোচবিহার পুরসভা কর্মী ও কর্মচারী সমিতি।
   এ বিষয়ে এদিন কোচবিহার পুরসভা কর্মী ও কর্মচারী সমিতির সভাপতি আলোক রায় জানান, "গণতান্ত্রিক দেশ হিসেবে আন্দোলন সবাই করতে পারে। ব্যবসায়ী সমিতি আগামী সাত দিনের সময় চেয়ে কিছু দাবি চেয়েছিল কিন্তু সেই দাবিগুলি সাত দিনে পূরণ করা সম্ভব নয়। তাই আমরা চাইছি কোচবিহার জেলা ব্যবসায় সমিতির পক্ষ থেকে আমাদের পৌর কর্মী এবং পৌরসভার সাথে আলোচনা করা হোক এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হোক।"