ভরা বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত তিস্তার বাঁধ

ভরা বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি। তার আগেই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর বাঁধের কিছু অংশ। মূলত রেইনকাটের কারণে ক্ষতি হয়েছে বলে মনে করা হলেও ভারী বৃষ্টি শুরু হলে বাঁধের ব্যাপক ক্ষতি হতে পারে এই ভেবে আতঙ্কিত জলপাইগুড়ি পুরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সেন পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা।

  জানা গেছে, গত ৪ ঠা জুন থেকে দফায় দফায় ভারি বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে৷ আর সেই বৃষ্টিতে জলপাইগুড়ি সেন পাড়া এলাকায় তিস্তা নদীর প্রধান বাঁধে বিরাট আকারের রেনকাট হয়েছে। স্থানীয় বাসিন্দা কামনি সেন বলেন, এই বাঁধ মূলত জলপাইগুড়ি শহরকে তিস্তা থেকে আগলে রাখে। ভারি বৃষ্টির কারণে বাঁধের এই পরিস্থিতি। বর্ষার মরশুম এখনও বাকি, যে কারণে বাঁধ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। দ্রুত বাঁধ মেরামত না করলে বড় সমস্যা হতে পারে।

  যদিও ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামত করার জন্য সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় কাউন্সিলর স্বরূপ মন্ডল। এ‌ বিষয়ে জলপাইগুড়ি জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে।