ভর দুপুরে অগ্নিকান্ড পুরনিগম চত্বরে, নথি পুড়ে ছাই

শিলিগুড়ি পুরনিগমে ভয়াবহ অগ্নিকান্ড! শহরের বহু ব্যবসায়ীর নথি পুড়ে ছাই!

  বুধবার দুপুরে পুরনিগমের ট্রেড লাইসেন্স বিভাগে আগুন লাগে। নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় পুরনিগম চত্বর। প্রথমে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলে খবর দিলে  ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

  পুরনিগমের দু'দিক দিয়ে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ধোঁয়ার কারণে অক্সিজেন মাস্ক লাগিয়ে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। যদিও আগুন লাগার কারণ এ যাবৎ জানা যায়নি।

  আগুনের খবর পেয়ে ছুটে আসেন মেয়র, ডেপুটি মেয়র সহ পুরনিগমের কর্মীরা।