ভেলা নিয়ে নদী পারাপারের সময় তলিয়ে গেলেন ব্যক্তি

মুজনাই নদী পারাপার করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন ব্যক্তি। স্পিড বোটের সাহায্যে তল্লাশি করে উদ্ধার হল দেহ। বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বড়ডোবা এলাকায়।

  প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে একটি থার্মোকলের ভেলা নিয়ে ওই ব্যক্তি মুজনাই নদী পারাপার করছিলেন। অতিরিক্ত জলের স্রোতে মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। উল্টে যায় ভেলা। সেই সাথে ভেলায় থাকা নদীতে পড়ে যান ওই ব্যক্তিও। তার পরই ফালাকাটা থানার পুলিশ ও ফালাকাটা পুরসভা এবং ব্লক প্রশাসনের তৎপরতায়  সিভিল ডিফেন্সের একটি টিম এসে স্পিডবোট দিয়ে নদীতে তল্লাশি চালানো হয়। অবশেষে এদিন আনুমানিক বেলা ১২ টা নাগাদ ওই নদী থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।