ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, পুরসভার ৮ নম্বর ওয়ার্ড জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। বিষয়টি নজরে আসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের। তিনি বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন।