বুধবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁ এলাকায় প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে একটি পদযাত্রা করে ভোটের প্রচার করলেন বিজেপির মনোনীত প্রার্থী মনোজ টিজ্ঞা। এ দিন প্রচারে বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মত। সারা দেশে সিএএ লাগু হওয়ার পর রাজ্য সরকারের মন্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি। বলেন, সিএএ নাগরিকত্ব নিয়ে নেওয়ার আইন নয়, এ হল নাগরিকত্ব দেওয়ার আইন।