ভোট দিতে আসার পথে দুর্ঘটনা

ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন একাধিক পরিযায়ী শ্রমিক, বৃহস্পতিবার সাত সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গোবরা ছড়া এলাকায়। জানা যায়, এদিন সকালে বিহার থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের একটি বাস যাচ্ছিল নাগরের বাড়ি এলাকায়। সেই সময় গোবরাছরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি রাস্তার পাশে থাকা ফাঁকা জমিতে উল্টে যায়। ওই বাসে নটকো বাড়ি, চৌধুরীহাট, ধাপরা বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিক ছিলেন। প্রায় ৫০-৬০ জন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। এরপরে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।  পাশাপাশি পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। বর্তমানে আহতরা সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রাত পোহালেই লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা আসনে।