গতকাল রাত প্রায় দু’টো নাগাদ তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, শর্ট-সার্কিটের কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটে।
ঘটনায় দশকর্মা ভান্ডার, মিষ্টির দোকান এবং মুদির দোকান সহ মোট ৫০লক্ষ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মাথায় হাত ব্যবসায়ীর। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তুফানগঞ্জ পুরসভা চেয়ারম্যান কৃষ্ণা ঈশোর।